প্রকাশিত: 03:40:52 pm, 2024-10-12 | দেখা হয়েছে: 300 বার।
ময়মনসিংহের শম্ভুগঞ্জে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক স্বপন কুমার ভদ্র। আজ বেলা ১১টার দিকে শম্ভুগঞ্জের বাইদ্দা পাড়া এলাকায় চা স্টলে বসে থাকা অবস্থায় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাকে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বপন ভদ্রের উপর এ ধরনের নৃশংস হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
হত্যার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়েছে।
স্বপন কুমার ভদ্রের মৃত্যুতে সহকর্মী, বন্ধু, এবং এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.