প্রকাশিত: 09:01:00 pm, 2024-10-17 | দেখা হয়েছে: 467 বার।
মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৮নং রাঙামাটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের হাতিলেইট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ইউসুফ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, বিশিষ্ট শিক্ষাবিদ ও আগামী সংসদ নির্বাচনে ১৫১ ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। বক্তব্যে তিনি সম্প্রতি গণ-অভ্যুত্থানে পতন হওয়া মহাজোট সরকারের ব্যপক সমালোচনা করে আওয়ামী লীগ নেতাদের সীমাহীন দূর্নীতির কথা উল্লেখ করেন।
কামরুল হাসান মিলন বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে নিজের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। দলটির ভাগ্যের নির্মম পরিহাস, নিজেদের গড়া আদালতে নিজেদের বিচার হচ্ছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী দায়িত্ব পেলে ঈমানী কর্তব্যের অংশ হিসেবেই এলাকার সকল উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সাধারণ সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম, নায়েবে আমীর গোলাম মোস্তাফা ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মানিক হাসান সহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আনোয়ার হাসান সিরাজী। অনুষ্ঠানে রাঙামাটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.