প্রকাশিত: 08:56:48 pm, 2024-12-26 | দেখা হয়েছে: 311 বার।
বিদ্যুৎ সরবরাহের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের অজুহাতে প্রায় প্রতি শুক্রবার ও শনিবার দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে। এই নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় চরম ভোগান্তি তৈরি হয়েছে। এছাড়া ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান, এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমের ওপরও এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। ছুটির দিন হওয়ায় যেখানে মানুষ পরিবারের সঙ্গে সময় কাটাতে কিংবা বিভিন্ন কাজ সম্পন্ন করতে চায়, সেখানে বিদ্যুৎ না থাকার কারণে দিনগুলো আরও ক্লান্তিকর হয়ে উঠছে। ময়মনসিংহের ফুলবাড়ীয়ার অনেক বাসিন্দা অভিযোগ করছেন, "বিদ্যুৎ উন্নয়নের কথা বলে সপ্তাহের প্রায় দুই দিন বিদ্যুৎ বন্ধ রাখা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। যদি রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়, তাহলে সেটি পরিকল্পিতভাবে নির্ধারিত সময়ে কম সময়ে করা উচিত।" বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, "নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই কার্যক্রম চলছে।" তবে এ ধরনের কার্যক্রমের দীর্ঘায়িত রূপ ও তার নেতিবাচক প্রভাব নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো সুনির্দিষ্ট সমাধান বা সময়সীমার ঘোষণা পাওয়া যায়নি। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, "বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলার জন্য নতুন প্রযুক্তি এবং কার্যকর ব্যবস্থাপনার অভাব স্পষ্ট। এভাবে চলতে থাকলে নাগরিক জীবনে আরও নৈরাজ্য দেখা দেবে।" সাধারণ মানুষের দাবি, সপ্তাহের গুরুত্বপূর্ণ ছুটির দিনগুলোতে বিদ্যুৎ বন্ধ না করে রাতের সময় বা কম চাহিদাসম্পন্ন সময়ে কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হোক। বিদ্যুৎ বিভাগের এমন আচরণ শুধু জনগণের ভোগান্তিই বাড়াচ্ছে, বরং সরকারের প্রতি মানুষের আস্থাও নষ্ট করছে। জনগণের দুর্ভোগের কথা মাথায় রেখে সরকার ও বিদ্যুৎ বিভাগের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং টেকসই সমাধানের পথ বের করা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.