Image Not Found!
ঢাকা   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আজ শুক্রবার

ঢাকা  
 ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
 ৬ শাওয়াল ১৪৪৬ হিজরি


আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

সাভারের আশুলিয়ার শারমিন গ্রুপের ছাঁটাইকৃত শ্রমিকরা তাদের বেতন ও পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন। এতে আশুলিয়া-ডিইপিজেড-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া থেকে জিরাবো পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে নরসিংহপুর এলাকায় শারমিন গ্রুপ কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে এ সড়ক অবরোধ করেন। তারা বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে স্লোগান দেন এবং সড়কে অবস্থান নেন। আশুলিয়া শিল্পাঞ্চল-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, ছাঁটাইকৃত শ্রমিকরা তাদের ন্যায্য পাওনার দাবিতে রাস্তায় নেমেছেন। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন, যা ওই এলাকার যান চলাচলে ব্যাপক অচলাবস্থা সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। অবরোধের ফলে শ্রমজীবী মানুষের পাশাপাশি পথচারীরাও দুর্ভোগে পড়েছেন। পরিস্থিতি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.

// // //