প্রকাশিত: 09:27:46 pm, 2020-11-17 | দেখা হয়েছে: 427 বার।
লোমহর্ষক ঘটনাঃ ময়মনসিংহ নগরীর আর,কে, মিশন রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে মৃত মানুষের ১২টি মাথার খুলি, দুই বস্তা মানবদেহের হাড়গোড় ও বিভিন্ন ধরনের কেমিক্যাল উদ্ধার করা হয়েছে। এহেন ঘৃন্য অপরাধে সংশ্লিষ্ট বাপ্পী (৩২) নামে এক যুবককে আটক করা হয়। ধারনা করা হচ্ছে বিদেশে পাচারের উদ্দেশ্যে বিভিন্ন কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরি করে সংগ্রহ করা হয়েছিলো। ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.