Image Not Found!
ঢাকা   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আজ শুক্রবার

ঢাকা  
 ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
 ৬ শাওয়াল ১৪৪৬ হিজরি


সূরা আল ইমরান,আয়াতঃ ১৯.. ইসলামিক জীবন ব্যবস্থা

বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুরা। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামীনের যিনি আমাদের জন্য দীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। দয়াময় আল্লাহ তাআলা সীমাহীন কৃপা ও দয়া মায়া করে মানবকূলকে সর্বোৎকৃষ্ট জীবন ধারায় চলার জন্য একমাত্র সঠিক এবং পূর্নাঙ্গ ধর্ম ইসলাম দান করেছেন। প্রকৃত সফলতা অর্জনের জন্য আল্লাহ পাক মানুষের জীবন যাপনের জন্য এক বিধান রেখেছেন,আর তা হচ্ছে ইসলামিক জীবন বিধান বা দীন। ইসলামিক জীবন যাপনের বিধান নিয়ে আমাদের এবারের আয়োজন ইসলামিক জীবন ব্যবস্থা - একমাত্র ইসলামিক জীবন বিধান অনুযায়ী জীবন যাপনের মধ্যেই আল্লাহ তাআলা উভয় জাহানে মানুষের সুখ, শান্তি ও কামিয়াবী রেখেছেন। অন্য কিছুর মধ্যে নয়।

 আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ ও তাঁর আনুগত্য আমাদের জীবনে শান্তি নিয়ে আসে। আর 'ইসলাম'শব্দের মানেও শান্তি। ইসলাম হচ্ছে শান্তি ও সুন্দর ভাবে জীবন যাপনের ব্যবস্থা। যে ব্যক্তি ইসলামিক জীবন ব্যবস্থা গ্রহণ করে ও তার ভিত্তিতে আমল করে অর্থাৎ জীবন যাপন করে সে-ই মুসলমান। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা।

 ইসলামিক জীবন ব্যবস্থা -  ইসলাম কেবলমাত্র একটি ধর্মের নাম নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঘোষণা করেছেনঃ আল্লাহর নিকট একমাত্র জীবন বিধান হচ্ছে আল ইসলাম।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.

// // //