প্রকাশিত: 03:35:28 pm, 2021-03-14 | দেখা হয়েছে: 532 বার।
স্টাফ রিপোর্টারঃ
আধিপত্য বিস্তারের জন্য রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে শনিবার রাতে দু’পক্ষের মধ্যে এইঘটনা ঘটে।
জানা গেছে, দু’পক্ষের সংঘর্ষে সালমান শাহ দলের এক সদস্য নিহত হয়েছেন। তিনি নয়াপড়া ক্যাম্পের ই-ব্লকের দিল মোহাম্মদের ছেলে মো. জুবায়ের (২১)।
এপিবিএন কক্সবাজারের ১৬ ব্যাটালিয়ন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে ক্যাম্পে পুঁতিয়া ডাকাত দলের লোকজন সালমান শাহ দলের এক সদস্য জুকায়েরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে। এরই সূত্রে ধরে পরবর্তীতে সালমান শাহ দলের লোকজন গিয়ে রাতে পুঁতিয়া দলের মো. জলিল ওরফে সুনিয়াকে (২২) কুপিয়ে মারাত্মক জখম করে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
স্থানীয়রোহিঙ্গারা জানায়, ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত-সংঘর্ষের ঘটনা নতুন নয়। এ ধরনের ছোট-বড় ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে।এসব ঘটনায় ক্যাম্পে আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুর রউফ মন্ডল ফোনঃ ০১৭৩৯-৫৯১২০৫, ০১৯১৭-২৮২৬১১। ই-মেইলঃ info@ebfnews.com.