সর্বশেষ সংবাদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: 01:55:00 pm, 2024-10-07 | দেখা হয়েছে: 271 বার।
নিজস্ব প্রতিবেদক:ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ছনকান্দা রোড (থানা মোড় থেকে পালকি কমিউনিটি সেন্টার পর্যন্ত) বর্তমানে এলাকাবাসীর জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে আছে, যা জনসাধারণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি করেছে। খানাখন্দে ভরা রাস্তাটি চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। বিশেষ করে বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যাওয়ার কারণে এলাকার মানুষকে দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হচ্ছে।
ছনকান্দা রোডটি বর্তমানে বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। কিছু স্থানে রাস্তার অংশ প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি সহজে নিস্কাশন হয় না। ফলস্বরূপ, অল্প বৃষ্টি হলেই রাস্তায় ৫-৭ দিন পর্যন্ত পানি জমে থাকে। পানির সঙ্গে কাদা-মাটি মিশে রাস্তার অবস্থা আরও বিপজ্জনক হয়ে যায়, যা চলাচলকারী যানবাহন এবং সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়।
এলাকার বাসিন্দারা বলছেন, "বৃষ্টি হলেই আমাদের চলাচল একপ্রকার বন্ধ হয়ে যায়। পানিতে ডুবে থাকা রাস্তায় হাঁটাও কষ্টকর। অনেক সময় যানবাহন চলাচল করতে না পারায় যাত্রীদের পায়ে হেঁটে যেতে হয়। এতে করে বিশেষত ছাত্রছাত্রী, চাকরিজীবী এবং রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।"
স্থানীয় এক ব্যবসায়ী জানান, “রাস্তার কারণে ব্যবসায়ীদেরও বিপদে পড়তে হচ্ছে। পণ্য পরিবহন করা দুষ্কর হয়ে উঠেছে, বিশেষ করে বৃষ্টির সময়। পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে এবং ব্যবসায় ক্ষতি হচ্ছে।”
ছনকান্দা রোডের বেহাল দশা এলাকাবাসীর দাবি, রাস্তা দ্রুত সংস্কার করা না হলে, তাদের দৈনন্দিন জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে। দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
ফুলবাড়িয়া থানার ছনকান্দা রোড এলাকাবাসীর জন্য এক চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে রাস্তার সংস্কার এবং পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যাতে মানুষের যাতায়াতের কষ্ট লাঘব হয়। সরকারের স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর আহ্বান, তাদের দুর্ভোগের অবসান ঘটিয়ে এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত মেরামত করা হোক।