Image Not Found!
ঢাকা   ২৩ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফ্যাসিস্ট জালিম সরকারের দোসররা এদেশে রয়ে গেছে- মামুনুর রশীদ (108)        নবগঠিত নেতৃত্বে বিএনপির উজ্জীবিত অগ্রযাত্রা (108)        ফুলবাড়ীয়ায় সাপ্তাহিক ফুলখড়ির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন (108)        ফুলবাড়ীয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত (108)        গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজন অব্যাহতি (2)         জনগণের আকাঙ্ক্ষা বুঝেছি,বঙ্গভবনের সামনে আন্দোলনের প্রয়োজন নেই (2)        ত্রয়োদশ সংশোধনীর রায় নিয়ে জামায়াতের রিভিউ আবেদন, ২৪ অক্টোবর শুনানি (5)        ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু (2)        স্বর্ণের দাম বাড়ছে, এক বছরে বেড়েছে ৩৫% (2)        ফুলবাড়ীয়ায় ক্রমবর্ধমান যানজট: দ্রুত সমাধানের আশ্বাস" (2)      

ফুলবাড়ীয়ায় লবণ ছিটিয়ে পানের বরজ নষ্ট করেছে দুর্বৃত্তরা

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের বাঁশদী এলাকার নূরুল আমিন বাবুলের ছেলে ফয়সাল আহমেদের প্রায় ১৮ শতক জমির পানের বরজে লবণ ছিটিয়ে পান গাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।

গত শনিবার (৫ অক্টোবর) রাতে সম্পূর্ণ পানের বরজে দূর্বৃত্তরা লবণ ছিটিয়ে দিয়েছে বলে দাবী করেছেন ফয়সাল আহমেদ। তিনি জানান, সকালে তার বাবা বরজে গেলে দেখতে পায় লবণ ছিটানো। এতে পান গাছের পাতা মরে যাচ্ছে এবং গাছের গোড়া পঁচে যাচ্ছে। ফয়সাল আহমেদ জানান, দীর্ঘ ১৩ বছর ধরে পান উৎপাদন করে জীবিকা নির্বাহ করে আসছেন তারা। এমন হিংসাত্মক কার্যক্রমে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে তার পরিবারের।

ফয়সাল আহমেদের পিতা নূরুল আমিন বাবুল বলেন, এই পানের বরজের পান বিক্রি করেই তার সংসার ও দুই সন্তানের পড়াশোনার খরচ বহন করতেন। গতকাল রবিবার (৬ অক্টোবর) সকালে ক্ষেতে আসলে লবণ দেখতে পান তিনি, পরে আশেপাশের লোকদের অবগত করেন নূরুল আমিন।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ জানান, বিষয়টি অবগত হওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করলে লবণ ছিটানোর বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া গেছে। পরবর্তীতে তাদের সাদা পানি ছিটানোর পরামর্শ দিয়ে প্রাথমিক কীটনাশক ব্যবহার করতে বলা হয়েছে।

এ বিষয়ে নূরুল আমিন বাবুল বাদী হয়ে অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্তে অফিসার পাঠানো হবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!