সর্বশেষ সংবাদ
Own Post
প্রকাশিত: 04:00:42 pm, 2021-08-22 | দেখা হয়েছে: 13 বার।
ফজলে এলাহি ঢালীঃ
আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রধান বিমানবন্দরের কাছে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার কারণে ৭ জন নিহত হয়েছেন। তালেবান দেশটির শাসনক্ষমতা গ্রহণের পর সাধারণ আফগানদের মধ্যে সৃষ্ট আতঙ্কে দেশছাড়ার হিড়িকের মধ্যেই এই ঘটনা ঘটল।
রোববার (২২ আগস্ট) এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। নিহতদের সবাই আফগানিস্তানের সাধারণ নাগরিক বলে জানা গেছে। খবর বিবিসির
তালেবান দেশটির শাসনক্ষমতা গ্রহণের পর আতঙ্কিত জনগণের দেশছাড়ার হিড়িকের মধ্যেই এই ঘটনা ঘটল।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র ওই বিবৃতিতে বলেছেন, পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে গেছে। আমরা যতটা সম্ভব নিরাপদভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার আফগান নাগরিক মরিয়া হয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। এ কারণে কাবুল বিমানবন্দরের বাইরে চরম বিশৃঙ্খলা দেখা দিছে।
বর্তমানে প্রায় সাড়ে ৪ হাজার যুক্তরাষ্ট্রের সেনা এবং ৯০০ ব্রিটিশ সেনা কাবুল বিমানবন্দরে ফ্লাইটগুলো সঠিকভাবে পরিচালনার বিষয়টি তদারকি করছে।
অন্যদিকে, তালেবান যোদ্ধারা বিমানবন্দরের চারপাশে চেকপোস্ট বসিয়েছে। ভ্রমণের কাগজপত্র ছাড়া তারা বিমানবন্দর এলাকায় আফগানদের প্রবেশে বাধা দিচ্ছে।
অনলাইন নিউজরুম এডিটর/দৈনিক আজকের ময়মনসিংহ।