সর্বশেষ সংবাদ
Own Post
প্রকাশিত: 09:08:17 pm, 2020-12-09 | দেখা হয়েছে: 1 বার।
রেলওয়ে স্টেশন থেকে একটু দূরে দোহাজারীগামী পিডিবির শাটল ট্রেন শান্টিং (এক লাইন থেকে অন্যলাইনে নিয়ে যাওয়া) করার সময় একটি বগির চার চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এতে ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি। বুধবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
তেলবাহী এ ট্রেনটি সিজিপিওয়াই থেকে লোড হয়ে দোহাজারী যায়। সকাল সাড়ে ৭টায় এক লাইন থেকে অন্য লাইনে নেওয়ার সময় ট্রেনটির গার্ড ব্রেকের বগির চার চাকা লাইনচ্যুত হয়। পরে রেলওয়ের প্রকৌশলীরা এসে দুপুর সাড়ে ১২টার দিকে সংস্কার করে চলাচলের উপযোগী করেন।-বাংলানিউজ
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় একটি ওভারব্রিজ আছে যেখানে মানুষজন সিগারেট খেয়ে নিচে ফেলে। যেহেতু তেলবাহী ট্রেন, তাই ট্রেনটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য এক লাইন থেকে অন্য লাইনে প্রবেশ করছিলো, ওইসময় চারটি চাকা লাইনচ্যুত