Image Not Found!
ঢাকা   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)        ওসি মোঃ রোকনুজ্জামান রুকনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (2)        ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা (2)        ঢাকা দক্ষিণ সিটিতে নতুন মেয়র ইশরাক হোসেন – আদালতের ঐতিহাসিক রায়! (2)        ঐতিহ্যবাহী হুমগুটি খেলার ২৬৬তম আসর আজ (2)        ভারতীয় সেনাপ্রধান: ‘‘বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে’’ (2)        মিরসরাইয়ে বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: যুবদলকর্মী নিহত, আহত ৮ (2)        আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ (2)        ফুলবাড়ীয়ায় বড়খিলায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা (108)        নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নামে জনগণের দুর্ভোগ: প্রায় প্রতি শুক্রবার ও শনিবার বিদ্যুৎ বন্ধ (2)      

সুইস রাষ্ট্রদূতের বক্তব্য ভুল ছিলো,অন্যরকম জয় পেলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন

নিজস্ব প্রতিবেদকঃ

সুইস ব্যাংকে অর্থ রাখা বাংলাদেশিদের তথ্য জানানোর বিষয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডের বক্তব্য ভুল ছিল বলে স্বীকার করেছেসুইস অ্যাম্বাসি। এই স্বীকারোক্তির মধ্যে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেনের অন্যরকম এক বিজয় হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল।

বিশেষত মন্ত্রী রাষ্ট্রদূতের বক্তব্যের পরপরই বিষয়টি দৃঢ়তার সঙ্গেই চ্যালেঞ্জ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘সুইস রাষ্ট্রদূতের বক্তব্য সত্য নয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফিন্যান্স সেক্রেটারি আমাকে আগে জানিয়েছিলেন, তারা তথ্য চেয়েছিলেন, তারা (সুইস ব্যাংক) উত্তর দেননি।

পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেনের এই বক্তব্যের পর একটি শ্রেণি তার বক্তব্যের প্রেক্ষিতে নানামুখী অপপ্রচার শুরু করেন। কেউ কেউ তাকে রীতিমতো ছবকও দিতে শুরু করেন। কিন্তু মন্ত্রী নিজের বক্তব্যে অনড় ছিলেন। তিনি যে সঠিক এবং দায়িত্বশীল কথাই বলেন, এই বিষয়টি প্রমাণিত হয়েছে। পাশাপাশি কারণে-অকারণে কোন কিছুই ভালো লাগে না রোগে আক্রান্তরাও এখন মুখে কুলুপ এঁটেছেন।

শনিবার (২৭ আগস্ট) হাইকোর্টে একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রকাশ্যে ক্ষমা না চাইলেও সুইস ব্যাংকের তথ্য চাওয়া নিয়ে বক্তব্য ভুল ছিল বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে সুইস অ্যাম্বাসি।

গত ১৪ আগস্ট সুইস ব্যাংকে বাংলাদেশি ব্যক্তিদের অর্থ রাখার বিষয়ে তথ্য জানাতে সর্বমোট বার চিঠি দেওয়া হয়েছিলো বলে হাইকোর্টকে জানায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)

তখন সুইস ব্যাংকে বাংলাদেশি ব্যক্তিদের অর্থ রাখার বিষয়ে তথ্য জানানোর বিষয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডের বক্তব্য প্রত্যাহার করা ছাড়া কোনও উপায় নেই বলে মন্তব্য করেন হাইকোর্ট।

সূত্র মতে, সুইস রাষ্ট্রদূতের বক্তব্যের বিষয়ে সত্য উচ্চারণের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর নৈতিক দৃঢ়তার প্রমাণ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় সব সময়ই সমালোচনায় মুখর স্বাধীনতা বিরোধী চক্র ফুটো বেলুনের মতো চুপসে গেছেন। অনেকেই প্রকাশ্যে না বললেও আড়ালে-আবডালে মন্ত্রীর প্রশংসা করছেন।

সাম্প্রতিক সময়ে দেখা গেছে, কয়েকটি বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মিডিয়ায় ভিন্নভাবে উপস্থাপনের মাধ্যমে তাকে বিতর্কিত করার ষড়যন্ত্র শুরু হয়। মন্ত্রী দুএকবার নিয়ে আক্ষেপ করলেও টনক নড়েনি তাদের। সুইস রাষ্ট্রদূতের বক্তব্যের প্রেক্ষিতে জলঘোলা করার অপচেষ্টা করা হলেও সুইস অ্যাম্বাসির ভুল স্বীকারের পর এখন কীনা কারও কারও মাথায় হাত পড়েছে। গজর গজর ভঙ্গিতেই এখন কীনা তারাই বলছেন, পররাষ্ট্রমন্ত্রীই সত্য!

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!