সর্বশেষ সংবাদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: 06:21:26 pm, 2024-12-30 | দেখা হয়েছে: 294 বার।
মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বড়খিলা টানপাড়া যুব উন্নয়ন সংঘের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) রাতে বড়খিলা টানপাড়ায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সান রাইজ স্পোর্টিং ক্লাব শিবগঞ্জ এবং বাক্তা যুব স্পোর্টিং ক্লাব। নির্ধারিত রাউন্ডের খেলায় বিজয়ী হয় সান রাইজ স্পোর্টিং ক্লাব শিবগঞ্জ। পরে এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে পলাশীহাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। বক্তব্যে তিনি অবিভাবকের উদ্দেশ্য বলেন, প্রতিটি সন্তান দেশের জন্য সম্পদ। এদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। খেলাধুলা মানুষের মাঝে ভেদাভেদ দূর করতে সহায়তা করে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে সততা ও নৈতিকতার সাথে প্রতিষ্ঠিত হতে হবে। এসময় তিনি ফুলবাড়ীয়ার মানুষের পাশে থেকে মডেল উপজেলা গঠন করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মীর জাহিদুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক তানভীর হাসান আসিফ ও বড়খিলা ঈদগা মাঠের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হাসান। পরে বিজয়ী দল সান রাইজ স্পোর্টিং ক্লাব শিবগঞ্জকে চ্যাম্পিয়ন পুরস্কার নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি অধ্যক্ষ কামরুল হাসান মিলন। এছাড়াও রানার্সআপ দলকেও পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা।