Image Not Found!
ঢাকা   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)        ওসি মোঃ রোকনুজ্জামান রুকনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (2)        ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা (2)        ঢাকা দক্ষিণ সিটিতে নতুন মেয়র ইশরাক হোসেন – আদালতের ঐতিহাসিক রায়! (2)        ঐতিহ্যবাহী হুমগুটি খেলার ২৬৬তম আসর আজ (2)        ভারতীয় সেনাপ্রধান: ‘‘বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে’’ (2)        মিরসরাইয়ে বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: যুবদলকর্মী নিহত, আহত ৮ (2)        আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ (2)        ফুলবাড়ীয়ায় বড়খিলায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা (108)        নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নামে জনগণের দুর্ভোগ: প্রায় প্রতি শুক্রবার ও শনিবার বিদ্যুৎ বন্ধ (2)      

ভারতীয় সেনাপ্রধান: ‘‘বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে’’

ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘‘প্রতিবেশীদের মাঝে বিদ্বেষ কোনও পক্ষের জন্যই ভালো বয়ে আনবে না।’’ তিনি আরও উল্লেখ করেন যে, ভারত ও বাংলাদেশের সম্পর্ক কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উভয় দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা অপরিহার্য। সোমবার (১৫ জানুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী এসব কথা বলেন। ভারতের ‘আর্মি ডে’ উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি দুই দেশের সামরিক সহযোগিতা ও বর্তমান সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘‘বাংলাদেশ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী। কৌশলগত দিক থেকে আমরা একে অপরের জন্য অপরিহার্য। আমাদের একসঙ্গে কাজ করতে হবে এবং কোনো ধরনের শত্রুতা আমাদের স্বার্থে ভালো ফল বয়ে আনবে না।’’ তিনি বাংলাদেশের সেনাপ্রধানের একটি বক্তব্য স্মরণ করিয়ে দেন, যেখানে বলা হয়েছিল, ‘‘কৌশলগত কারণে ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং একইভাবে বাংলাদেশও ভারতের জন্য গুরুত্বপূর্ণ।’’ জেনারেল দ্বিবেদী উল্লেখ করেন যে, বাংলাদেশ-ভারত সীমান্তের বেশিরভাগই ভারতের সঙ্গে এবং দক্ষিণ-পূর্বাংশ মিয়ানমারের সঙ্গে সংলগ্ন। তিনি দাবি করেন, ‘‘বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে কোনো সমস্যা নেই। আমাদের সম্পর্ক বরাবরের মতোই ভালো আছে।’’ বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ নিয়ে উভয় দেশের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। এ প্রসঙ্গে ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘‘বর্তমান পরিস্থিতি সাময়িক। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্পর্ক নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে।’’ সামরিক সহযোগিতা প্রসঙ্গে জেনারেল দ্বিবেদী বলেন, ‘‘আমাদের মধ্যে সামরিক প্রশিক্ষণ এবং অন্যান্য সহযোগিতা আগের মতোই চলছে। আমাদের কর্মকর্তারা এখনও বাংলাদেশের এনডিসিতে (ন্যাশনাল ডিফেন্স কলেজ) যোগ দিচ্ছেন। তবে কিছু যৌথ মহড়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যা পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় শুরু হবে।’’ তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে। গত ২৪ নভেম্বর ভিডিও কনফারেন্সেও আমাদের কথা হয়েছে। দুই দেশের সেনাবাহিনী পর্যায়ে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই এবং আমরা সম্পর্ককে সঠিক পথে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’’ বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক উত্তেজনা দুই দেশের কৌশলগত সম্পর্ককে প্রভাবিত করলেও সেনাবাহিনী পর্যায়ের সুসম্পর্ক এই সম্পর্ক স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভারত-বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সামরিক সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে এই সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।