সর্বশেষ সংবাদ
Own Post
প্রকাশিত: 05:37:47 pm, 2021-02-20 | দেখা হয়েছে: 23 বার।
নিজস্ব প্রতিবেদক : “একদিন আত্নমর্যাদা নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ’’ ২০ ফেব্রুয়ারী শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০০১’ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অথিতির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন একথা।
তিনি বলেন,বাঙালি জাতির মেরুদন্ড ভেঙে দিতেই পাকিস্তানী শাসকরা আমাদের মাতৃভাষা ও সাহিত্য সংস্কৃতির উপর আঘাত হেনেছিল।
ওসমানী স্মৃতি মিলনয়তনে এবার ২১ জন বিশিষ্ঠ নাগরিকের জন্য পূর্বঘোষিত একুশে পদক তুলে দেওয়া হয়।তারা হলেন-ভাষা আন্দোলনে মরহুম মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাষ্টার)(মরণোত্তর),মরহুম শামছুল হক(মরণোত্তর) ও মরহুম আফসার উদ্দিন(মরণোত্তর),শিল্পকলায় সঙ্গীতে পাপিয়া সারোয়ার,অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ,সালমা বেগম সুজাতা(সুজাতা আজিম),নাটকে আহমেদ ইকবাল হায়দার ,চলচ্চিত্রে সৈয়দ সালাহউদ্দিন জাকি,আবৃত্তিতে ড.ভাস্কর বন্দ্যোপাধ্যায় ও আলোকচিত্রে পাবেল রহমান।
এছারাও মুক্তিযুদ্ধে গোলাম হাসনায়েন,ফজলুর রহমান খান ফারুক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা(মরণোত্তর),সাংবাদিকতায় অজয় দাস গুপ্ত,গবেষনায় ড.সমীর কুমার সাহা,শিক্ষায় মাহফুজা খানম,অর্থনীতিতে ড.মীর্জা আব্দুর জলিল,সমাজসেবায় প্রফেসর কাজী কামরুজ্জামান,ভাষা সাহিত্যে কবি কাজী রোজী,বুলবুল চৌধুরী এবং গোলাম মুরশিদ।