সর্বশেষ সংবাদ
Own Post
প্রকাশিত: 05:41:27 pm, 2021-03-02 | দেখা হয়েছে: 14 বার।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ জুন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর চূড়ান্ত পরীক্ষার আগে ভর্তিচ্ছুদের একটি প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। যা এবারই প্রথম। প্রাথমিক বাছাই পর্বের সেই পরীক্ষা হবে মে মাসের শেষ সপ্তাহে। বেশির ভাগ শিক্ষার্থীকে সুযোগ দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘এবার যেহেতু এইচএসসি ও সমমান পরীক্ষার ফল অনেক ভালো হয়েছে, সেহেতু বুয়েটে অনেক শিক্ষার্থী আবেদন করবেন। তবে সবার ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব নয়। সেজন্য প্রাথমিকভাবে শিক্ষার্থীদের বাছাই করার প্রস্তাব এসেছে।’