Image Not Found!
ঢাকা   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)        ওসি মোঃ রোকনুজ্জামান রুকনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (2)        ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা (2)        ঢাকা দক্ষিণ সিটিতে নতুন মেয়র ইশরাক হোসেন – আদালতের ঐতিহাসিক রায়! (2)        ঐতিহ্যবাহী হুমগুটি খেলার ২৬৬তম আসর আজ (2)        ভারতীয় সেনাপ্রধান: ‘‘বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে’’ (2)        মিরসরাইয়ে বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: যুবদলকর্মী নিহত, আহত ৮ (2)        আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ (2)        ফুলবাড়ীয়ায় বড়খিলায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা (108)        নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নামে জনগণের দুর্ভোগ: প্রায় প্রতি শুক্রবার ও শনিবার বিদ্যুৎ বন্ধ (2)      
উন্নয়নশীল দেশে উত্তরনের ক্ষেত্রে আমাদেরকে নিজেদের অর্থায়নে কাজ করতে হবে।আমরা আমাদের দেশকে উন্নত করবো।আর এ জন্য আমাদের অনেক কাজ করার আছে।আমাদের রিজার্ভ বেড়েছে,রেমিটেন্স বেড়েছে।এই টাকাই কিভাবে ব্যবহার করা যায়,সেই চিন্তাই আমরা করছি।

উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে নিজের পায়ে চলতে হবে-প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে “বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল’’ এর শুভ উদ্ভোধন এবং উক্ত তহবিল হতে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেন্যান্স ড্রেজিং শীর্ষক স্কিমে অর্থায়নের লক্ষ্যে ত্রিপক্ষীয় ঋনচুক্তি স্বাক্ষর আনুষ্ঠানে যুক্ত থেকে বলেন এ কথা।এ সময় তিনি আরও বলেন ,উন্নয়নশীল দেশে উত্তরনের ক্ষেত্রে আমাদেরকে নিজেদের অর্থায়নে কাজ করতে হবে।আমরা আমাদের দেশকে উন্নত করবো।আর এ জন্য আমাদের অনেক কাজ করার আছে।আমাদের রিজার্ভ বেড়েছে,রেমিটেন্স বেড়েছে।এই টাকাই কিভাবে ব্যবহার করা যায়,সেই চিন্তাই আমরা করছি।

১৫ মার্চ গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্ভোধনী অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

উদ্ভোধনী অনুষ্ঠানে দেশের সামগ্রীক অর্থনৈতিক অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন-অর্থমন্ত্রনালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব আঃরউফ তালুকদার।এসময় তিনি প্রধানমন্ত্রীর জ্ঞাতার্থে বলেন,২০২১ সালে জাতি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে।বিগত ২৬ ফেব্রুয়ারী বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে সুপারিশের মর্যাদা লাভ করেছে।২০১৫ সালে বাংলাদেশ নিন্ম আয়ের দেশ হতে নিন্ম মধ্যবিত্ত দেশে উন্নীত হয়েছে।১৯৭২ সালে তৎকালীন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হেনরী কিসিজ্ঞারের কথা উল্লেখ করে বলেন-তিনি বাংলাদেশকে হেয় করে’’basket case”বলেছিলেন।বিশ্বব্যাংকের তৎকালীন চিফ ইকোনমিস্ট বলেছিলেন মাথাপিছু আয় ৯০০ ডলারে পৌছাতে বাংলাদেশের ১২৫ বছর লাগবে।স্বাধীনতার ৫০ বছরেই আমাদের মাথাপিছু আয় ২০০০ ডলার ছাড়িয়েছে।প্রতি বছরের ন্যায় গত ১১ বছরে আমাদের মাথাপিছু আয় বেড়েছে ১১৮ ডলার করে।

বাংলাদেশের সামগ্রীক উন্নয়নের  নিয়ামক হিসেবে তিনি ৩ টি বিষয়ের উপড় গুরুত্বারুপ করেন-১.নেতৃত্বের ধারাবাহিকতা ২.রাষ্ট্রীয়নীতির ধারাবাহিকতা ৩.রাজনৈতিক সরকারের ধারাবাহিকতা।তিনি বিগত ১২ বছরের উন্নয়ন ধারাবাহিকতায় তুলে ধরেন রাজস্ব সংগ্রহ হয়েছে ২০০৮-০৯ অর্থবছরে ৬৪৩৬০ কোটি টাকা।২০১৯-২০ অর্থবছরে যা গিয়ে দাড়িয়েছে ২৬৩২০৫ কোটি টাকা।এসময় মানুষের গড় আয়ু বেড়ে দাড়িয়েছে ৬৭.৯ বছর থেকে ৭২.৬ বছরে।কমেছে শিশু মৃত্যুর হার,মাতৃমৃত্যুর হার নেমে এসেছে অর্ধেকে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে তিনি বলেন-বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল দক্ষিণ এশিয়ায় প্রথম।প্রস্তাবিত ক্যাপিটাল ড্রেজিং মূলত পিপিপি-র আওতায় বাস্তবায়নের কথা ছিল যাতে খরচ হতো ১০ হাজার ৫ শত ৫৯ কোটি টাকা।কিন্তু বিআইডিএফ এর অর্থায়নে বাস্তবায়ন করায় খরচ হবে ৪ হাজার ৯ শত ৫০ কোটি টাকা।এতে ব্যায় হ্রাস পাবে ৫ হাজার ৬ শত ৮ কোটি টাকা।

উদ্ভোধনী অনুষ্ঠানে এসময় আরো বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ.হ.ম.মোস্তফা কামাল বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির,বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপি।আওয়ামীলীগ সরকারের নানা পদক্ষেপ ও উদ্যোগ তুলে ধরেন মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস।

 

ফজলে এলাহি ঢালী

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!