Image Not Found!
ঢাকা   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)        ওসি মোঃ রোকনুজ্জামান রুকনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (2)        ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা (2)        ঢাকা দক্ষিণ সিটিতে নতুন মেয়র ইশরাক হোসেন – আদালতের ঐতিহাসিক রায়! (2)        ঐতিহ্যবাহী হুমগুটি খেলার ২৬৬তম আসর আজ (2)        ভারতীয় সেনাপ্রধান: ‘‘বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে’’ (2)        মিরসরাইয়ে বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: যুবদলকর্মী নিহত, আহত ৮ (2)        আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ (2)        ফুলবাড়ীয়ায় বড়খিলায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা (108)        নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নামে জনগণের দুর্ভোগ: প্রায় প্রতি শুক্রবার ও শনিবার বিদ্যুৎ বন্ধ (2)      

৫ হাজার৬১৯কোটি ৪৬ লক্ষ টাকায় ৬ টি প্রকল্প অনুমোদন একনেকে

নিজস্ব প্রতিবেদকঃ

 

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৫ হাজার ৬১৯ কোটি ৪৬ লাখ টাকা খরচে ৬ প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। তার মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে খরচ করবে ৫ হাজার ৫১৯ কোটি ৮৭ লাখ, বিদেশ থেকে ঋণ নেবে ৫৭ কোটি ৫২ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪২ কোটি ৭ লাখ টাকা।

মঙ্গলবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবরা রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অবস্থান নিয়ে একনেকে অংশ নেন।



একনেক সভা শেষে এনইসিতে পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী সংবাদ সম্মেলনে বলেন, ‘আজকে মোট ৭টি প্রকল্প একনেকে তোলার কথা ছিল। একটি প্রকল্প গতকালই আইসিটি ডিভিশন প্রত্যাখ্যান করে নেয়। পরে তারা সেটি পেশ করবেন। মূলত আজকে ছয়টি প্রকল্প ছিল এবং ছয়টিই পাস হয়েছে।’

আজকে অনুমোদিত ৬টি প্রকল্পের মধ্যে তিনটি সংশোধিত এবং তিনটি নতুন প্রকল্প।

 

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!