সর্বশেষ সংবাদ
Own Post
প্রকাশিত: 02:24:08 pm, 2021-03-26 | দেখা হয়েছে: 20 বার।
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।
আজ ২৬ মার্চ ভোরে তারাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচীর সূচনা করা হয়।দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে তারাকান্দা উপজেলা চত্বরে ছিল প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সংগীত পরিবেশন।মনোজ্ঞ কুচকাওয়াজ,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান।
তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর,সাধারণ সম্পাদক আলহাজ বাবুল মিয়া সরকার,সহ-সভাপতি মেজবাহ-উল আলম রুবেল চৌধুরী,যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল আলম রাজু,আজারুল ইসলাম সরকার,তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের সহ বীর-মুক্তিযোদ্ধাগণ,আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ ও সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ,প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৭১ সালের ২৬ মার্চেই রোপিত হয়েছিল স্বাধীনতার বীজ,শুরু হয়েছিল বাঙালীর স্বাধীকার আন্দোলন।অগ্নিজড়া মার্চেই বঙ্গবন্ধু শুনিয়েছিলেন অমর সেই কবিতা।যাতে নিহিত ছিল মুক্তি।কিন্তু কি দু:খের বিষয় এই মহান নেতাকেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করেছিল দুবৃত্তরা।এসময় বক্তারা আরও বলেন, দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ লাভ করেছি।জাতি হিসেবে যা আমাদের জন্য গৌরবের।উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে তাঁরা ধন্যবাদ জানান বঙ্গবন্ধু কন্যা,প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
তারাকান্দাবাসীর এবং এর উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য বক্তারা প্রধানমন্ত্রীর পাশাপাশি স্মরণ করেন তারাকান্দার অবিসংবাদিত নেতা,কিংবদন্তীতুল্য প্রবাদপুরুষ,মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক মরহুম এম শামসুল হক-এমপি এবং তাঁর সুযোগ্য সন্তান বর্তমান সরকারের গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপিকে।
আলোচনা অনুষ্ঠানের পর বীরমিুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং তাদের হাতে স্বাস্থ্যকার্ড তুলে দেয়া হয়।