Image Not Found!
ঢাকা   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)        ওসি মোঃ রোকনুজ্জামান রুকনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (2)        ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা (2)        ঢাকা দক্ষিণ সিটিতে নতুন মেয়র ইশরাক হোসেন – আদালতের ঐতিহাসিক রায়! (2)        ঐতিহ্যবাহী হুমগুটি খেলার ২৬৬তম আসর আজ (2)        ভারতীয় সেনাপ্রধান: ‘‘বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে’’ (2)        মিরসরাইয়ে বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: যুবদলকর্মী নিহত, আহত ৮ (2)        আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ (2)        ফুলবাড়ীয়ায় বড়খিলায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা (108)        নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নামে জনগণের দুর্ভোগ: প্রায় প্রতি শুক্রবার ও শনিবার বিদ্যুৎ বন্ধ (2)      
১ সেপ্টেম্বর থেকে বসছে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন।

অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক জাতীয় দ্রব্য পরিবহণে ডিএমপির নিষেধাজ্ঞা

ফজলে এলাহি ঢালীঃ

 করোনার অতিমারীর মধ্যেই ১ সেপ্টেম্বর থেকে বসছে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন।

অধিবেশন নির্বিঘ্ন করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিককুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৩১ আগস্ট) রাত ১২টা থেকে সব ধরনের প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনো প্রকার মিছিল, সমাবেশ, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে যেসব এলাকায় নিষেধাজ্ঞা বহাল থাকার কথা বলা হয়েছে সেগুলো হলো- জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ, ঢাকা-ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত।

একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!