সর্বশেষ সংবাদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: 03:05:08 pm, 2024-10-19 | দেখা হয়েছে: 5223 বার।
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় যানজটের সমস্যাটি ক্রমাগত বেড়ে চলেছে, বিশেষ করে উপজেলা পরিষদের সামনে থেকে বালুকজান ভূমি অফিস পর্যন্ত। অবৈধভাবে গাড়ি পার্কিং, ট্রাক থেকে মাল লোড-আনলোড করা, এবং দায়িত্বশীলদের উদাসীনতা এসবের কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। পৌরসভা থেকে জানানো হয়, পুরোনো লোকদের সরিয়ে নতুনদের নিয়োগ দেওয়া হয়েছে। সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতির মতে, যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা চলছে। থানা ইনচার্জ মো. কামরুজ্জামান আশ্বাস দিয়েছেন, শিগগিরই সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করবেন।