Image Not Found!
ঢাকা   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)        ওসি মোঃ রোকনুজ্জামান রুকনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (2)        ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা (2)        ঢাকা দক্ষিণ সিটিতে নতুন মেয়র ইশরাক হোসেন – আদালতের ঐতিহাসিক রায়! (2)        ঐতিহ্যবাহী হুমগুটি খেলার ২৬৬তম আসর আজ (2)        ভারতীয় সেনাপ্রধান: ‘‘বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে’’ (2)        মিরসরাইয়ে বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: যুবদলকর্মী নিহত, আহত ৮ (2)        আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ (2)        ফুলবাড়ীয়ায় বড়খিলায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা (108)        নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নামে জনগণের দুর্ভোগ: প্রায় প্রতি শুক্রবার ও শনিবার বিদ্যুৎ বন্ধ (2)      

ড্রামট্রাকের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় বালুবাহী ড্রামট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেত্রকোনার সাতবেড়িকান্দা এলাকার আব্দুর রাশিদ (৫৫), তার স্ত্রী বকুলা আক্তার (৪৫), বকুলার ভাই বিদ্যা মিয়া (৪২) ও বিদ্যার পুত্রবধূ লাবনী আক্তার (১৮)। আহতরা হলেন বিদ্যা মিয়ার স্ত্রী লাভলী বেগম এবং অটোরিকশাচালক অন্তর মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা হওয়া সিএনজিচালিত অটোরিকশাটি গাছতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি বালুবাহী ড্রামট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। স্বজনরা জানান, আব্দুর রাশিদ ও তার পরিবার শ্বশুর খোরশেদ আলমের অসুস্থতার খবর পেয়ে গাজীপুরের শ্রীপুর থেকে নেত্রকোনার শিমুলকান্দির উদ্দেশে রওনা হন। ময়মনসিংহ থেকে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে গন্তব্যে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাশিদ শ্রীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং তার শ্যালক বিদ্যা মিয়া রাজমিস্ত্রীর কাজ করতেন। নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোনার শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, “দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ শনাক্ত করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।” এই দুর্ঘটনা সড়কে নিরাপত্তা ও যানবাহনের অনিয়ন্ত্রিত গতির বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে। স্থানীয়রা সড়কের বেহাল অবস্থার কারণে দুর্ঘটনা বেড়ে যাওয়ার অভিযোগ করেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা দ্রুত দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।