Image Not Found!
ঢাকা   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)        ওসি মোঃ রোকনুজ্জামান রুকনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (2)        ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা (2)        ঢাকা দক্ষিণ সিটিতে নতুন মেয়র ইশরাক হোসেন – আদালতের ঐতিহাসিক রায়! (2)        ঐতিহ্যবাহী হুমগুটি খেলার ২৬৬তম আসর আজ (2)        ভারতীয় সেনাপ্রধান: ‘‘বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে’’ (2)        মিরসরাইয়ে বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: যুবদলকর্মী নিহত, আহত ৮ (2)        আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ (2)        ফুলবাড়ীয়ায় বড়খিলায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা (108)        নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নামে জনগণের দুর্ভোগ: প্রায় প্রতি শুক্রবার ও শনিবার বিদ্যুৎ বন্ধ (2)      

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার চেষ্টার অভিযোগ পায়েলের

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করলেন পায়েল ঘোষ। বাঙালি-কন্যা পায়েলের ওই বিস্ফোরক অভিযোগের পর ফের জোর কদমে শোরগোল শুরু হয়েছে বি টাউনে।
অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সরব হওয়ার পরই পায়েল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয় জি ২৪ ঘণ্টার তরফে। জি ২৪ ঘণ্টা সঙ্গে কথা বলতে গিয়ে পায়েল দাবি করেন, অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ তিনি করেছেন, তা আজকের নয়। ২০১৫-১৬ সাল নাগাদ অনুরাগ তাঁর সঙ্গে ওই ধরনের অশ্লীল ব্যবহার করেন বলে দাবি করেন পায়েল।
মডেলের দাবি অনুযায়ী, ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন তিনি পা রাখতে শুরু করেন সবে সবে, সেই সময় একবার অনুরাগ কাশ্যপের সঙ্গে তাঁর অফিসে দেখা করতে যান তিনি। অনুরাগের সঙ্গে দেখা করতে যাওয়ার পর প্রথম দিন তাঁকে বেশ অনেকটা সময় বসিয়ে রেখে অপেক্ষা করান পরিচালক। যদিও সেদিন তাঁর সঙ্গে অনুরাগ কোনও কথা বলেননি। উলটে পরদিন ফের পায়েল যাতে পরিচালকের সঙ্গে দেখা করতে যান, সে কথা জানানো হয়।
প্রথমদিনের পর পায়েল যখন দ্বিতীয় দিন অনুরাগের সঙ্গে দেখা করতে যান, তখন পরিচালক মদ্যপান করছিলেন। সেই সঙ্গে চলছিল তাঁর ধূমপানের পালাও। যা সাধারণ সিগারেটের ধোঁয়া নয় বলে দাবি করেন পায়েল। এরপরই পায়েলকে মদ্যপানের প্রস্তাব দেন অনুরাগ। শুধু তাই নয়, তাঁকে নির্জন ঘরে ডেকে নিয়ে গিয়ে নীল ছবি চালিয়ে দিয়ে অশ্লীল ব্যবহার শুরু করেন অনুরাগ। যা দেখে ওইদিন কার্যত ঘাবড়ে যান পায়েল। তিনি ওইদিন কোনওভাবেই প্রস্তুত নন বলে পরিচালককে জানান। যা শুনে অনুরাগ বেশ খানিকটা বিরক্ত হন বলে জানান পায়েল।
বঙ্গ-কন্যার দাবি, ওই সময় অনুরাগ বম্বে ভেলভেটের শ্যুটিং করছিলেন। ফলে তিনি নেশায় আচ্ছন্ন হয়ে বলতে শুরু করেন, হুমা কুরেশি থেকে রিচা চাড্ডা, বলিউডের অনেক অভিনেত্রীকেই জনপ্রিয় করেছেন তিনি। ফলে হুমা, রিচাদের যখনই ডাকেন, তাঁরা তখন অনুরাগের কাছে এসে হাজির হন বলে পায়েলকে জানান পরিচালক। শুধু তাই নয়, ফিল্মি কেরিয়ারে তিনি কমপক্ষে ২০০ জনকে শয্যাসঙ্গিনী করেছেন বলেও পায়েলকে স্পষ্ট জানান অনুরাগ। পরিচালকের সেদিনের ব্যবহারে কার্যত ঘাবড়ে যান পায়েল। ওইদিনের ঘটনার পর তিনি আর কখনও অনুরাগ কাশ্যপের সঙ্গে দেখা করা তো দূরে থাক, কখনও যোগাযোগও করেননি বলে দাবি করেন পায়েল।
এসবের পাশাপাশি রণবীর কাপুরের প্রসঙ্গও নাকি সেদিন পায়েলের সামনে তুলে ধরেন অনুরাগ কাশ্যপ। পায়েলের দাবি অনুযায়ী, মত্ত হয়ে ওইদিন অনুরাগ বলতে শুরু করেন, রণবীর কাপুরের সঙ্গে কয়েক মিনিট স্ক্রিন শেয়ার করার জন্যও নাকি তাঁর শয্যাসঙ্গিনী হতে প্রস্তুত হয়ে যান অনেকেই। পায়েল কেন অনুরাগের সঙ্গে অমন ব্যবহার করেছেন, তা বুঝতে পারছেন না বলে জানান গ্যাংস অফ ওয়াসিপুর পরিচালক।