Image Not Found!
ঢাকা   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)        ওসি মোঃ রোকনুজ্জামান রুকনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (2)        ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা (2)        ঢাকা দক্ষিণ সিটিতে নতুন মেয়র ইশরাক হোসেন – আদালতের ঐতিহাসিক রায়! (2)        ঐতিহ্যবাহী হুমগুটি খেলার ২৬৬তম আসর আজ (2)        ভারতীয় সেনাপ্রধান: ‘‘বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে’’ (2)        মিরসরাইয়ে বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: যুবদলকর্মী নিহত, আহত ৮ (2)        আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ (2)        ফুলবাড়ীয়ায় বড়খিলায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা (108)        নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নামে জনগণের দুর্ভোগ: প্রায় প্রতি শুক্রবার ও শনিবার বিদ্যুৎ বন্ধ (2)      
গাজীপুরের মনিপুরে স্ত্রী রেহেনাকে তিন টুকরো করার অভিযোগ পাষন্ড স্বামী জুয়েলের বিরুদ্ধে। ৭ মার্চ রবিবার মনিপুরের বিভিন্ন স্থান থেকে রেহেনা আক্তারের তিন টুকরা মরদেহ উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ।

গাজীপুরে স্ত্রীকে তিন টুকরো করার অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক:

 

গাজীপুরের মনিপুরে স্ত্রী রেহেনাকে তিন টুকরো করার অভিযোগ পাষন্ড স্বামী জুয়েলের বিরুদ্ধে।

 

৭ মার্চ রবিবার  মনিপুরের বিভিন্ন স্থান থেকে রেহেনা আক্তারের তিন টুকরা মরদেহ উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ।

 

জানা গেছে, বছর দুয়েক আগে  বাড়ী থেকে পালিয়ে জুয়েলকে বিয়ে করে রেহানা আক্তার।

বিয়ের পর সুনামগঞ্জ থেকে এসে গাজীপুরের মনিপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন এই দম্পতি।

 

সূত্রের দেয়া তথ্য হতে-সুনামগঞ্জ জেলার বিশ্বাম্ভরপুর থানার পলাশ ইউনিয়নের বাতেন এর ছেলে জুয়েল,এবং রেহানা একই এলাকার আবদুল মালেকের মেয়ে।

 

গেলো বৃহস্পতিবার সাংসারিক কলহের এক পর্যায়ে টয়লেটের দরজা আটকে আত্মহত্যা করে রেহানা। পরে স্বামী জুয়েল ফেসে যাওয়ার ভয়ে স্ত্রীর লাশ তিন টুকরা করে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখে।

এ বিষয়ে জয়দেবপুর থানা পুলিশের পরিদর্শক নাজমুল হুদা জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। এবং নিহতের স্বামী জুয়েলকে আটক করেছে পুলিশ ।