সর্বশেষ সংবাদ
Own Post
প্রকাশিত: 09:16:56 pm, 2021-03-09 | দেখা হয়েছে: 31 বার।
নিজস্ব প্রতিবেদক:
তিনি কোটিপতি ।চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক গোলজার বেগম। আরেক পরিচয় তিনি সিআইডির উপ-পরিদর্শক (এসআই) মো. নওয়াব আলীর স্ত্রী।
জ্ঞাত আয় বহির্ভূত অঢেল সম্পদের মালিক।চট্টগ্রামে একাধিক ফ্ল্যাট ও প্লটের মালিক । চড়েন বিলাসবহুল গাড়িতে। দুদকের দাবি গোলজার বেগমের এতোসব অর্জন তার পুলিশ স্বামীর অবৈধ উপার্জনে।
মঙ্গলবার (৯ মার্চ) গোলজার বেগমকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মাহমুদুল হক।
গোলজার বেগমের স্বামী মো. নওয়াব আলী বর্তমানে ঢাকায় সিআইডির এসআই পদে কর্মরত আছেন। দুদকের তথ্য মতে বর্তমানে এই দম্পতির ১ কোটি ৩৮ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। তবে অধিকাংশ সম্পদের মালিক এসআই নওয়াব আলীর স্ত্রী গোলজার। যা জ্ঞাত আয়ের উৎসের সাথে মিলে না।
সম্প্রতি এসআই নওয়াব আলী, তার স্ত্রী গোলজার বেগম, (কর অঞ্চল-১) চট্টগ্রামের অতিরিক্ত সহকারী কর কমিশনার (বর্তমানে অবসরপ্রাপ্ত) বাহার উদ্দিন চৌধুরী ও কর পরিদর্শক দীপঙ্কর ঘোষকে আসামি করে আদালতে অভিযোগ পত্র দেয় দুদক।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গোলজার বেগম চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করেন। তিনি আদালতে জামিনের আবেদন করেন। এই আবেদন নাকচ করে গোলজার বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।