Image Not Found!
ঢাকা   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)        ওসি মোঃ রোকনুজ্জামান রুকনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (2)        ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা (2)        ঢাকা দক্ষিণ সিটিতে নতুন মেয়র ইশরাক হোসেন – আদালতের ঐতিহাসিক রায়! (2)        ঐতিহ্যবাহী হুমগুটি খেলার ২৬৬তম আসর আজ (2)        ভারতীয় সেনাপ্রধান: ‘‘বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে’’ (2)        মিরসরাইয়ে বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: যুবদলকর্মী নিহত, আহত ৮ (2)        আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ (2)        ফুলবাড়ীয়ায় বড়খিলায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা (108)        নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নামে জনগণের দুর্ভোগ: প্রায় প্রতি শুক্রবার ও শনিবার বিদ্যুৎ বন্ধ (2)      

ময়মনসিংহে কোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক-১৮

ফজলে এলাহি ঢালীঃ

ময়মনসিংহ জেলার গৌরিপুরের বেলতলীতে  কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শুল্কবিহীন পণ্যসহ ১৮ চোরাকারবারিকে গ্রেফতার করছে ময়মনসিংহের র‌্যাব-১৪।

আটককৃতরা হলো যথাক্রমে-সোলাইমান কবির (৪০), চিত্তরঞ্জন দে (৫১), মোঃ মতিন (৩৬), খায়রুল ইসলাম (২০), আনোয়ার হোসেন (৩০), মোঃ আকরাম (২০), মোঃ মিরাজ (৩০), মোঃ মমিন (৩২), মোঃ ইমরান (২৫), মোঃ রাজু মিয়া (৩০), নজরুল ইসলাম (৪০), মাহফুজুর রহমান (৪০), কামরুল ইসলাম (২২), রুবেল (৩৪), সুমন মীর (৩২), হারেস (৪৭), রাজু (৩২), ১৮। মোঃ সাব্বির (২০)।

ময়মনসিংহের র‌্যাব-১৪ এর মিডিয়া উইংয়ের প্রধান সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, আজ ২১ এপ্রিল বিকেল আনুমানিক ৪টায় র‌্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের বিশেষ একটি দল মেজর আখের মুহম্মদ জয় এবং এএসপি তাসলিম হুসাইন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার বেলতলী বড় মসজিদ এলাকায় পরিবহন করার সময় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমান থ্রিপিস, লেহেঙ্গা, শাড়ী, সাবান, মেহেদী, চকলেট, বেটনোভেট ক্রীম, স্কিনসাইন ক্রীম, জিরা ও পণ্য বহনকারী ০৬টি ট্রাক/কার্ভাডভ্যানসহ ১৮ জন চোরাকারবারিকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে অনেকদিন যাবৎ তাঁরা শুল্ক ফাকি দিয়ে এসব পণ্য নিজ হেফাজতে রেখে অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছে।


উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার গৌরিপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।