Image Not Found!
ঢাকা   ২৩ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফ্যাসিস্ট জালিম সরকারের দোসররা এদেশে রয়ে গেছে- মামুনুর রশীদ (108)        নবগঠিত নেতৃত্বে বিএনপির উজ্জীবিত অগ্রযাত্রা (108)        ফুলবাড়ীয়ায় সাপ্তাহিক ফুলখড়ির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন (108)        ফুলবাড়ীয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত (108)        গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজন অব্যাহতি (2)         জনগণের আকাঙ্ক্ষা বুঝেছি,বঙ্গভবনের সামনে আন্দোলনের প্রয়োজন নেই (2)        ত্রয়োদশ সংশোধনীর রায় নিয়ে জামায়াতের রিভিউ আবেদন, ২৪ অক্টোবর শুনানি (5)        ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু (2)        স্বর্ণের দাম বাড়ছে, এক বছরে বেড়েছে ৩৫% (2)        ফুলবাড়ীয়ায় ক্রমবর্ধমান যানজট: দ্রুত সমাধানের আশ্বাস" (2)      

ময়মনসিংহে কোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক-১৮

ফজলে এলাহি ঢালীঃ

ময়মনসিংহ জেলার গৌরিপুরের বেলতলীতে  কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শুল্কবিহীন পণ্যসহ ১৮ চোরাকারবারিকে গ্রেফতার করছে ময়মনসিংহের র‌্যাব-১৪।

আটককৃতরা হলো যথাক্রমে-সোলাইমান কবির (৪০), চিত্তরঞ্জন দে (৫১), মোঃ মতিন (৩৬), খায়রুল ইসলাম (২০), আনোয়ার হোসেন (৩০), মোঃ আকরাম (২০), মোঃ মিরাজ (৩০), মোঃ মমিন (৩২), মোঃ ইমরান (২৫), মোঃ রাজু মিয়া (৩০), নজরুল ইসলাম (৪০), মাহফুজুর রহমান (৪০), কামরুল ইসলাম (২২), রুবেল (৩৪), সুমন মীর (৩২), হারেস (৪৭), রাজু (৩২), ১৮। মোঃ সাব্বির (২০)।

ময়মনসিংহের র‌্যাব-১৪ এর মিডিয়া উইংয়ের প্রধান সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, আজ ২১ এপ্রিল বিকেল আনুমানিক ৪টায় র‌্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের বিশেষ একটি দল মেজর আখের মুহম্মদ জয় এবং এএসপি তাসলিম হুসাইন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার বেলতলী বড় মসজিদ এলাকায় পরিবহন করার সময় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমান থ্রিপিস, লেহেঙ্গা, শাড়ী, সাবান, মেহেদী, চকলেট, বেটনোভেট ক্রীম, স্কিনসাইন ক্রীম, জিরা ও পণ্য বহনকারী ০৬টি ট্রাক/কার্ভাডভ্যানসহ ১৮ জন চোরাকারবারিকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে অনেকদিন যাবৎ তাঁরা শুল্ক ফাকি দিয়ে এসব পণ্য নিজ হেফাজতে রেখে অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছে।


উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার গৌরিপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।