সর্বশেষ সংবাদ
Own Post
প্রকাশিত: 09:27:55 pm, 2021-07-04 | দেখা হয়েছে: 10 বার।
ফজলে এলাহি ঢালীঃ
দিন যত যাচ্ছে সংক্রমন ততই বাড়ছে।একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড দেখেছে দেশ।করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু না কমায় দেশে আরও সাতদিন ‘লকডাউন’ বাড়তে পারে। তবে ঈদের আগে পরিস্থিতি দেখে লকডাউন কিছুটা শিথিলও হতে পারে বলে জানা গেছে।
লকডাউন আরও সাতদিন বাড়ানোর পক্ষে মত দিয়েছেন কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য ডা. কাজী তারিকুল ইসলাম।
রোববার (৪ জুলাই) সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, চলমান লকডাউন আরও সাত দিন বাড়তে পারে। কারণ করোনা পরিস্থিতির এখনও কোনো উন্নতি হয়নি। মৃত্যুরও সংখ্যা একশোর বেশি হচ্ছে। তাই বিধিনিষিধের মেয়াদ বাড়ানোর দিকে যেতে পারে সরকার। এছাড়া সরকারের কাছে অন্য কোনো পথ খোলা নেই। শিগগিরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় করোনার যে ডেল্টা ভ্যারিয়েন্ট তা অত্যন্ত ভয়ানক। এই ভ্যারিয়েন্ট শহর-গ্রাম সবখানে ছড়ায়। এই ভয়াবহতা থেকে মানুষকে বাঁচাতে লকডাউন আরও সাতদিন বাড়াতে হবে বলে মত জাতীয় পরামর্শক কমিটির।
নিউজরুম এডিটর/দৈনিক আজকের ময়মনসিংহ।