সর্বশেষ সংবাদ
Own Post
প্রকাশিত: 12:03:18 pm, 2021-05-16 | দেখা হয়েছে: 18 বার।
নিজস্ব প্রতিবেদকঃ
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
রোববার(১৬ মে) সকাল সোয়া ৮টার দিকে তাদের বহনকারী লঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
অনুশীলন শুরুর আগে তিনদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে শ্রীলঙ্কা দলকে। হোটেল সোনারগাঁওয়ে আগামী ১৮ মে পর্যন্ত কোয়ারেন্টাইন চলবে তাদের। এর মধ্যে দুই তাদের করোনা টেস্ট হবে। এতে নেগেটিভ হলে ১৯ মে থেকে তারা সুযোগ পাবে অনুশীলনের।
আগামী ২৩ মে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ হবে যথাক্রমে ২৫ ও ২৮ মে। দিবারাত্রির তিন ম্যাচের ভেন্যুই মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। সিরিজ শেষে আগামী ২৯ মে ঢাকা ছাড়বে কুশল পেরেরার নেতৃত্বাধীন লঙ্কান দল।