Image Not Found!
ঢাকা   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)        ওসি মোঃ রোকনুজ্জামান রুকনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (2)        ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা (2)        ঢাকা দক্ষিণ সিটিতে নতুন মেয়র ইশরাক হোসেন – আদালতের ঐতিহাসিক রায়! (2)        ঐতিহ্যবাহী হুমগুটি খেলার ২৬৬তম আসর আজ (2)        ভারতীয় সেনাপ্রধান: ‘‘বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে’’ (2)        মিরসরাইয়ে বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: যুবদলকর্মী নিহত, আহত ৮ (2)        আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ (2)        ফুলবাড়ীয়ায় বড়খিলায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা (108)        নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নামে জনগণের দুর্ভোগ: প্রায় প্রতি শুক্রবার ও শনিবার বিদ্যুৎ বন্ধ (2)      

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় লঙ্কান ক্রিকেট টিম

নিজস্ব প্রতিবেদকঃ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

রোববার(১৬ মে) সকাল সোয়া ৮টার দিকে তাদের বহনকারী লঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অনুশীলন শুরুর আগে তিনদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে শ্রীলঙ্কা দলকে। হোটেল সোনারগাঁওয়ে আগামী ১৮ মে পর্যন্ত কোয়ারেন্টাইন চলবে তাদের। এর মধ্যে দুই তাদের করোনা টেস্ট হবে। এতে নেগেটিভ হলে ১৯ মে থেকে তারা সুযোগ পাবে অনুশীলনের।

আগামী ২৩ মে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ হবে যথাক্রমে ২৫ ২৮ মে। দিবারাত্রির তিন ম্যাচের ভেন্যুই মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। সিরিজ শেষে আগামী ২৯ মে ঢাকা ছাড়বে কুশল পেরেরার নেতৃত্বাধীন লঙ্কান দল।