সর্বশেষ সংবাদ
Own Post
প্রকাশিত: 12:59:50 am, 2022-01-27 | দেখা হয়েছে: 2 বার।
ফজলে এলাহি ঢালীঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা। জেলা শহর থেকে ১৪ কি.মি. উত্তরের রাংসা নদীর পাড় ঘেঁষে গড়ে উঠা দেশের নবীনতম উপজেলা গুলির একটি।এখনো গড়ে উঠেনি ক্রীড়া বান্ধব আধুনিক কোন অবকাঠামো।তারপরও যাদের অমিতপ্রতিভার হাতছানিতে মাতোয়ারা হয় দেশের ক্রীড়াঙ্গন তেমনি দুই কিশোরী ফুটবলার মলি আক্তার ও তাপসি চিসিম।
এবার কি তবে পেলের দেশ ব্রাজিলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা সম্ভব হবে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এই দুই কিশোরী ফুটবলারের।অপেক্ষা ২ মাসের।সারাদেশের বিভিন্ন প্রান্তর থেকে প্রাথমিক সিলেকশনের পর এখন যারা বিকেএসপির কঠিন ট্রেনিংপর্বে এবং বাছাই পর্বে অংশ নিচ্ছেন। সেই দলটির গর্বিত দুই কৃতি ফুটবলারই মলি আক্তার এবং তাপসি চিসিম।চূড়ান্ত বাছাইপর্ব শেষে এখান থেকেই চূড়ান্ত একটি দল উচ্চতর প্রশিক্ষনের জন্য যাবে পেলের দেশ ব্রাজিলে।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাট্টা-ভাটপাড়া এসসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী পাকুরীতলা গ্রামের বজলুর রহমান ও লিজা আক্তারের কিশোরী কন্যা মলি আক্তার(১৪) এবং চরপাড়া গ্রামের ইউচং চিরান ও উজ্জলা চিসিমের কিশোরী কন্যা তাপসি চিসিম(১৪)।যাদের জাদুকরী পায়ের কারুকাজে নান্দনিক ফুটবলশৈলীতে মুগ্ধ ক্রীড়া অন্তঃপ্রাণ আপামর তারাকান্দাবাসী।সরকারী পৃষ্ঠপোষকতায় ফুটবলের পরাশক্তি পেলের দেশ ব্রাজিলে উচ্চতর প্রশিক্ষনে যাবার জন্য বাংলাদেশের যে প্রাথমিক দলটি নির্বাচন করা হয়েছে তাতেই নির্বাচিত হয়েছেন এই দুই কিশোরী ফুটবলার।
এ বিষয়ে তারাকান্দা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাওন কিশোর ধর শান্ত এর সাথে কথা বললে তিনি জানান,তারাকান্দা উপজেলা দেশের নবীনতম উপজেলা হবার পরও দেশের ক্রীড়াঙ্গনে এই উপজেলার খেলোয়াররা বিশেষ অবদান রেখে চলেছে।ইতিমধ্যে তারাকান্দা উপজেলার নারী ফুটবল দলটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন এবং মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে রানার আপ হবার গৌরব অর্জন করেছে।দুটি দলেরই হয়ে মাঠ মাতিয়েছে এই দুই কিশোরী ফুটবলার।এছাড়াও তারাকান্দারই আরেক কিশোরী ফুটবলার নাদিরা সুলতানা জ্যুতি বাংলাদেশ জাতীয় দল(অনুর্ধ্ব-১৭)দলের অন্যতম সদস্য।
বাট্টা ভাটপাড়া এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্তাব উদ্দিন এ বিষয়ে বলেন,অজপাড়া গায়ের এই কিশোরীরাই একদিন ক্রীড়াঙ্গনে সুনাম বয়ে আনবে।আমার শিক্ষাপ্রতিষ্ঠানের এই দুই কিশোরী ফুটবলারের সুন্দর আগামীর প্রত্যাশায় আমি এবং আমার বিদ্যালয়ের সর্বাত্নক সহযোগীতা সবসময় অব্যাহত থাকবে।আশাকরি এদের মাধ্যমেই নতুন দিগন্তের সূচনা হবে তারাকান্দার ক্রীড়াঙ্গনে।
এ বিষয়ে তারাকান্দা উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন,তারাকান্দার ক্রীড়াঙ্গনে নব দিগন্তের সূচনালগ্নে যত ধরনের সহযোগীতা উপজেলা প্রশাসনের করার প্রয়োজন হবে তার যথাসাধ্য চেষ্ঠাই আমি অব্যাহত রাখবো।একদিন দেশের ক্রীড়াঙ্গনে অনন্য ভুমিকা রাখবে তারাকান্দা উপজেলা আমি এই কামনা করি।ইতিমধ্যে এই দুই কিশোরীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগীতা করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।যদিও তারাকান্দায় ক্রীড়া অবকাঠামো নির্মাণের প্রাথমিক স্তরে রয়েছে তথাপি বর্তমান সরকার এবং বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং ফুলপুর-তারাকান্দার মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব শরীফ আহমদের নেতৃত্বে তারাকান্দায় আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে উঠার পর ক্রীড়া ক্ষেত্রে নবদিগন্তের সূচনা হবে বলেই আমি মনে করি।