Image Not Found!
ঢাকা   ২৩ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফ্যাসিস্ট জালিম সরকারের দোসররা এদেশে রয়ে গেছে- মামুনুর রশীদ (108)        নবগঠিত নেতৃত্বে বিএনপির উজ্জীবিত অগ্রযাত্রা (108)        ফুলবাড়ীয়ায় সাপ্তাহিক ফুলখড়ির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন (108)        ফুলবাড়ীয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত (108)        গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজন অব্যাহতি (2)         জনগণের আকাঙ্ক্ষা বুঝেছি,বঙ্গভবনের সামনে আন্দোলনের প্রয়োজন নেই (2)        ত্রয়োদশ সংশোধনীর রায় নিয়ে জামায়াতের রিভিউ আবেদন, ২৪ অক্টোবর শুনানি (5)        ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু (2)        স্বর্ণের দাম বাড়ছে, এক বছরে বেড়েছে ৩৫% (2)        ফুলবাড়ীয়ায় ক্রমবর্ধমান যানজট: দ্রুত সমাধানের আশ্বাস" (2)      

ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আক্তারুল আলম ফারুক দলকে সুসংগঠিত করতে দৃঢ়প্রতিজ্ঞ

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক এবং ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আখতারুল আলম ফারুক তার ঐকান্তিক প্রচেষ্টায় দলকে সুসংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করছেন। বিএনপির কঠিন সময়ে, তিনি প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে দলকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছেন। তার এই প্রচেষ্টা স্থানীয় নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং বিএনপির সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করেছে।

ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক একাধিক সভা এবং মতবিনিময় সভার মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের একত্রিত করেছেন এবং তাদের মধ্যে একতা গড়ে তোলার জন্য কাজ করছেন। তিনি দলের মূলনীতি ও আদর্শের প্রতি অনুগত থেকে বিএনপির দুঃসময়ে শক্তি হয়ে দাঁড়িয়েছেন। তার নেতৃত্বে উপজেলা পর্যায়ে বিএনপি নতুন গতিতে এগিয়ে যাচ্ছে এবং দলের তৃণমূল সংগঠনগুলো পুনর্গঠিত হচ্ছে।

স্থানীয় যুবনেতা মঞ্জুরুল হক খান জানান, "দলের সংকটময় সময়ে যখন অনেক নেতা পিছিয়ে পড়েছিলেন, তখন আমাদের আহ্বায়ক এগিয়ে এসে আমাদের সংগঠিত করেছেন। তার মতবিনিময় সভাগুলো আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক।"

তিনি বারবার দলীয় নেতা-কর্মীদের প্রতি সতর্ক বার্তা দিয়ে আসছেন, যাতে তারা দলের সংকটকালীন সময়ে মিটিং-মিছিল থেকে দূরে থাকা নেতাদের প্ররোচনায় না পড়েন। তার মতে, দলে সবসময় সক্রিয় এবং সৎ নেতা-কর্মীদেরই মূল্যায়ন করা হবে, যারা দলের মঙ্গল এবং আন্দোলনে বাস্তব অংশগ্রহণ করেন। তিনি সতর্ক করে বলেন, "যারা দলের দুর্দিনে পাশে থাকেনি, তাদের ফাঁদে পা দিলে দল আরও দুর্বল হবে।"

বিএনপির কেন্দ্রীয় নেতারাও একই সুরে কথা বলেছেন। তারা পরিষ্কারভাবে জানিয়েছেন, দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে দলের মধ্যে নতুন কোনো নেতার জন্য জায়গা নেই, যারা আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ না করে কেবল সুবিধাবাদী আচরণ করে। যারা দলের সংকটময় সময়ে নিষ্ক্রিয় থেকেছেন, তাদের ফিরিয়ে আনার কোনো জায়গা নেই বলেও কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আখতারুল আলম ফারুক এর নেতৃত্বে দল সুসংগঠিত হচ্ছে এবং স্থানীয় নেতা-কর্মীরা নতুন উদ্দীপনা নিয়ে দলীয় কার্যক্রমে সক্রিয় হচ্ছেন। তার দৃঢ় নেতৃত্ব এবং সাহসী অবস্থান ফুলবাড়ীয়া উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করেছে। দলের নেতা-কর্মীরা এই শক্তিশালী উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এবং বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করছেন।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!