Image Not Found!
ঢাকা   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (108)        ওসি মোঃ রোকনুজ্জামান রুকনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা (2)        ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা (2)        ঢাকা দক্ষিণ সিটিতে নতুন মেয়র ইশরাক হোসেন – আদালতের ঐতিহাসিক রায়! (2)        ঐতিহ্যবাহী হুমগুটি খেলার ২৬৬তম আসর আজ (2)        ভারতীয় সেনাপ্রধান: ‘‘বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে’’ (2)        মিরসরাইয়ে বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: যুবদলকর্মী নিহত, আহত ৮ (2)        আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ (2)        ফুলবাড়ীয়ায় বড়খিলায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা (108)        নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নামে জনগণের দুর্ভোগ: প্রায় প্রতি শুক্রবার ও শনিবার বিদ্যুৎ বন্ধ (2)      

"ড্রাম ট্রাকের দাপটে বিপর্যস্ত ফুলবাড়িয়া বাজার, সমাধানে চাই দ্রুত পদক্ষেপ।"

ফুলবাড়িয়া বাজারের মেইন রোডে প্রতিদিনই মাটি বহনকারী ড্রাম ট্রাকের শোভাযাত্রা যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই ট্রাকগুলোর লাগাতার চলাচলে বাজার এলাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ভীষণভাবে ব্যাহত হচ্ছে। পথচারী, ব্যবসায়ী এবং ক্রেতাদের জন্য রাস্তায় চলাফেরা করা কার্যত দুরূহ হয়ে পড়েছে। বাজারে চলাচলকারী মানুষেরা জানিয়েছেন, ড্রাম ট্রাকগুলোর ভারী চাকা রাস্তায় মাটি ফেলে যানজট সৃষ্টি করছে। পাশাপাশি ধুলা-ময়লা এবং বিকট শব্দ পরিবেশকে আরো দুর্বিষহ করে তুলছে। এক স্থানীয় বাসিন্দা জানান, "বাজারে আসতে গেলে এখন আমাদের মনে হয় যেন যুদ্ধ করতে হচ্ছে। এসব ট্রাকের কারণে আমাদের কাজের গতি ধীর হয়ে যাচ্ছে।" বিভিন্ন সূত্রের দাবি, কিছু নামধারী প্রভাবশালী ব্যক্তি আর্থিক সুবিধা গ্রহণ করে এই অনিয়মকে প্রশ্রয় দিচ্ছেন। বাজারের এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা জানি, কিছু মানুষ এই কাজের পেছনে জড়িত। তারা টাকা নিয়ে এসব ট্রাক চালকদের রাস্তা ব্যবহার করতে দিচ্ছে, অথচ সাধারণ মানুষ এই ভোগান্তি পোহাচ্ছে।" এলাকার জনগণের মতে, প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। কিন্তু প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। একজন পথচারী বলেন, "যদি প্রশাসন চায়, তবে এই ড্রাম ট্রাক চলাচল বন্ধ করা এক দিনের ব্যাপার। কিন্তু তারা যেন কিছুই দেখতে পাচ্ছে না।" জনগণের একমাত্র দাবি—বাজারের এই বিশৃঙ্খল পরিস্থিতি দ্রুত নিরসন করা হোক। ড্রাম ট্রাক চলাচল বন্ধের পাশাপাশি রাস্তার সংস্কার ও বাজার এলাকার পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!