Image Not Found!
ঢাকা   ২৩ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

  ফ্যাসিস্ট জালিম সরকারের দোসররা এদেশে রয়ে গেছে- মামুনুর রশীদ (108)        নবগঠিত নেতৃত্বে বিএনপির উজ্জীবিত অগ্রযাত্রা (108)        ফুলবাড়ীয়ায় সাপ্তাহিক ফুলখড়ির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন (108)        ফুলবাড়ীয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত (108)        গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজন অব্যাহতি (2)         জনগণের আকাঙ্ক্ষা বুঝেছি,বঙ্গভবনের সামনে আন্দোলনের প্রয়োজন নেই (2)        ত্রয়োদশ সংশোধনীর রায় নিয়ে জামায়াতের রিভিউ আবেদন, ২৪ অক্টোবর শুনানি (5)        ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু (2)        স্বর্ণের দাম বাড়ছে, এক বছরে বেড়েছে ৩৫% (2)        ফুলবাড়ীয়ায় ক্রমবর্ধমান যানজট: দ্রুত সমাধানের আশ্বাস" (2)      

মোটরসাইকেল জিতলেন সহকারী শিক্ষক ফজলুল হক

ময়মনসিংহের ফুলবাড়িয়া ডাকবাংলো বিপরীতে অবস্থিত এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্স তাদের কাস্টমারদের জন্য একটি বিশেষ অফারের আয়োজন করেছিল ২০২৪ সালের "স্বাধীনতা থেকে নতুন স্বাধীনতা" উদযাপনের অংশ হিসেবে। সেপ্টেম্বর মাস জুড়ে টিভি বা ফ্রিজ কেনার মাধ্যমে ক্রেতাদের লটারি করার সুযোগ দেওয়া হয়েছিল, যেখানে প্রথম পুরস্কার হিসেবে ছিল একটি নতুন মোটরসাইকেল।

গতকাল শুক্রবার এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্সের শোরুমে কাস্টমার ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হয়। জোরবাড়িয়া এলাকার বিদ্যানন্দ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ফজলুল হক লটারিতে বিজয়ী হন এবং তাকে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল হাতে তুলে দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার পর ফজলুল হক অত্যন্ত উচ্ছ্বাসিত হয়ে বলেন, "এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্সের এই উদ্যোগের প্রশংসা না করে পারছি না। তারা সবসময়ই আলাদা কিছু করে থাকে, যা তাদের অন্যদের থেকে আলাদা করে। এই ইউনিক কাজের মাধ্যমে তারা আরও দূরে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।"ফজলুল হক আরও বলেন যে, এ ধরনের উদ্দীপনামূলক উদ্যোগ ক্রেতাদের প্রতি প্রতিষ্ঠানটির দায়িত্বশীলতা এবং সেবার মানকে আরও উন্নত করে।

এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্স এর পরিচালক আব্দুর রউফ মন্ডল এই লটারির আয়োজন এবং শোরুমের প্রচারণার প্রসঙ্গে বলেন, "কাস্টমারদের আরও বেশি আকৃষ্ট করতে এবং প্রোডাক্ট কেনার অভিজ্ঞতা উন্নত করতে আমরা নিয়মিত রিসার্চ করে থাকি। আমাদের মূল লক্ষ্য হলো কাস্টমারকে আরও বড় জেতানো এবং তাদেরকে আমাদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার জন্য উৎসাহিত করা। সামনের দিনগুলোতে আমরা আরও ভালো কিছু করতে চাই, ইনশাআল্লাহ।"

আব্দুর রউফ মন্ডল জানান যে, এ ধরনের উদ্দীপনামূলক কার্যক্রমের মাধ্যমে এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্স ক্রেতাদের সাথে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে চাইছে এবং শোরুমের সেবা মান বাড়ানোর জন্য তারা সবসময় নতুন নতুন উদ্যোগ নিচ্ছে। তিনি ক্রেতাদের আহ্বান জানান, যেন তারা এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্সের সাথে থেকে আরও ভালো সেবা উপভোগ করতে পারে।

এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্স এর এই উৎসাহমূলক লটারি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শোরুমটির এমন উদ্ভাবনী উদ্যোগ কাস্টমারদের সাথে প্রতিষ্ঠানের বন্ধন আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।

 
4o

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!